আরো বিষয়উত্তরবঙ্গখবরবাংলাদেশ

ভূরুঙ্গামারী প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম উপহার

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারী প্রেসক্লাবকে একটি সাউন্ড সিস্টেম উপহার দিয়েছে ম্যাক্রো গ্রুপ। গত মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের হাতে এই উপহার তুলে দেন ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভিপি মুহাম্মদ ফজলুল হক।

সাউন্ড সিস্টেমটি গ্রহণ করে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনা সভা সুন্দর ভাবে সম্পন্ন করা যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: