শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জয়মনিরহাটের শহীদ লেঃ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা তথ্য অফিস মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, আজাহার আলী ও আব্দুল হামিদ মন্ডল শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী ও শহীদ লেঃ সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজিম উদ্দিন সরকার সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযুদ্ধের গল্প শোনা শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আয়োজন করা হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: