রাজনীতিশীর্ষ খবর

মাইলস্টোন স্কুল শিক্ষার্থীদের স্মরণে বান্দরবান বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, দৈ.স.মৈ: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় ২২ জুলাই বান্দরবান বাজার শাহী মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, বান্দরবান জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি, সদস্যসচিব মোহাম্মদ জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক মুজিবর রশিদসহ আবদুল মাবুদ, জসীম উদ্দিন তুষার এবং মো. নেজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এই সময়ে দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *