পার্বত্যরাজনীতিশীর্ষ খবর

জামায়াতের আমিরের রোগমুক্তির জন্য নাইক্ষ্যংছড়িতে দোয়া মাহফিল

মৈত্রী ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জামায়াতের আমির শফিকুর রহমানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়তের কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুচ ছালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আজাদ বলেন, জামায়াত আমির শফিকুর রহমান দেশ ও জাতির যেকোনো দুর্যোগে এবং মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেড়িয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান অনস্বীকার্য। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে বাইপাস সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শফিকুর রহমানের গুরুত্ব উল্লেখ করে বান্দরবান জামায়াতের আমির বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমিরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের বান্দরবানবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমিরে জামায়াতকে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন। আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নিচ্ছেন।

উপজেলা আমীর মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে সভায় উপজেলা সেক্রেটারি আবু নাছের, কর্ম পরিষদ সদস্য বাবুল হোসেন, মাহমদুল হক আঙ্গুর ও হাফেজ মোতাহেরুল হকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *