পার্বত্যশীর্ষ খবর

বিশেষ সম্মাননা অর্জন করেছেন পৌরসভার কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, ঠিক সময়ে হিসাব প্রস্তুত এবং উপস্থাপন, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমি চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৭ ডিসেম্বর বুধবার বান্দরবান পৌরসভার প্রশাসক এর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় এই সম্মাননা তুলে দেন পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক।

 হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। নিজ দায়িত্ব সম্পাদন এবং সাধারণ মানুষের সেবায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *