ঢাকা দক্ষিণের ১৮ ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের প্রথম নির্বাচনে ১৮ জন সাধারণ কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নির্বাচনের এ ফলাফল জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।
তবে আনুষ্ঠানিক ফলাফল আগামীকাল শুক্রবার সকাল ৭টায় ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সাধারণ ১৮টি ওয়ার্ডে বেসরকারি ফলাফলে নির্বাচিত কাউন্সিলরা হলেন, ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান সাইজু ঠেলাগাড়ি, ৫৯ নম্বর ওয়ার্ডে টাক্টর প্রতিকে আকাশ কুমার ভৌমিক, ৬০ নম্বর ওয়ার্ডে কাটা চামচ নিয়ে আনোয়ার মজুমদার। ৫৮, ৫৯ ও ৬০ নম্বর নিয়ে গঠিত ২৫ নম্বর সংরক্ষিত নারী আসনে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুলতানা আহমেদ।
৬১ নম্বর ওয়ার্ডে জুম্মন মিয়া ৪ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হন, ৬২ নম্বর ওয়ার্ডে মোশতাক আহমদ ৭ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হন এবং ৬৩ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ২৭২ ভোট পেয়ে জয়ী হন শফিকুল ইসলাম। ৬১, ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ২৪ নম্বর ওয়ার্ডে ২৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে জয়ী হন ফুলবানু পলি।
৬৪ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ৪৪৪ ভোট পেয়ে মাসুদুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৭১৭ ভোট পেয়ে শামসুদ্দিন ভুইয়া এবং ৬৬ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া ৫ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়ী হন। ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ২৩ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ৬০৭ ভোট পেয়ে জয়ী হন মনিরা চৌধুরী।
৬৭ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ০৭৬ ভোট পেয়ে মো. ইব্রাহিম, ৬৮ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৬৫৩ ভোট পেয়ে মাহমুদ হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ৫৮৮ ভোট পেয়ে হাবিবুর রহমান জয়ী হন। ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ২২ ওয়ার্ডে ১৮ হাজার ১২৩ ভোট পেয়ে হোসনে আরা শাহীন জয়ী হন।
৭০ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৫১৯ ভোট পেয়ে আতিকুর, ৭১ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৫২৮ ভোট পেয়ে খায়রুজ্জামান ৭২ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৩১৩ ভোট পেয়ে শফিকুল আলম শাহীন জয়ী হন। ৭০, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ২১ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয়ি হন রোকসানা আক্তার।
৭৪ নম্বর ওয়ার্ডে ২ হাজার ২৬৫ ভোট পেয়ে আবুল কালাম আজাদ, ৭৩ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ১২৪ ভোট পেয়ে শফিকুল ইসলাম এবং ৭৫ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৯৬১ ভোট পেয়ে তোফাজ্জল জয়ী হন। ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ১৯৩ ভোট পেয়ে জয়ী হন নাসরিন আহমেদ।