কাদেরকে দেখতে হাসপাতালে ফখরুল
সঙ্কটাপন্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আবদুল মঈন খানও তার সঙ্গে ছিলেন।
বিএনপি নেতারা রোববার রাত ১০টার কিছুক্ষণ আগে হাসপাতালের ‘ডি’ ব্লকে এলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তাদের নিয়ে ভেতরে যান।
ঘুরে এসে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “উনাকে (ওবায়দুল কাদের) ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমরা উনার স্ত্রীর সাথে কথা বলেছি। চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি।”
বিএনপি মহাসচিব হাসপাতালে চিকিৎসকদের কাছে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা সস্পর্কে খোঁজ-খবর নেন।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামে তার তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা একটি অপসারণ করেন।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান বিকালে এক ব্রিফিংয়ে বলেন, অবস্থার সামান্য উন্নতি হওয়ায় ওবায়দুল কাদের ডাকে সাড়া দিয়ে চোখ মেলতে পারছেন।
তবে এখনও তার অবস্থা সঙ্কটজনক জানিয়ে এই চিকিৎসক বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে নিশ্চিত কিছু বলা সম্ভব না।
ওবায়দুল কাদের যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য দলের পক্ষ থেকে দোয়া করার কথা জানান মওদুদ আহমদ।