শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আয়কর প্রত্যাহারের দাবি
ঢাকা, লিগ্যাল ডেস্ক : শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদেয় অর্থের ওপর আয়কর প্রত্যাহার চায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো এক পত্রে এই অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এ এম এম আনিসুল আউয়াল স্বাক্ষরিত ওই পত্রে যে সকল প্রতিষ্ঠান তাদের নীট মুনাফার শুন্য দশমিক ৫ শতাংশ ফাউন্ডেশনে প্রদান করে থাকে তাদের প্রদেয় অর্থের ওপর আয়কর প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
গতবছরের ২০ নভেম্বর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এই অনুরোধ জানিয়ে এনবিআরকে পত্র লেখেন। কিন্তু সেটি কার্যকর না হওয়ায় আবারও এই অনুরোধ জানানো হয়েছে।
উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নীট মুনাফার শুন্য দশমিক ৫ শতাংশ শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু,স্থায়ীভাবে অক্ষম,দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হয়।