আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১০ শিশু নিহিত
আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় একই পরিবারের ১০ শিশু-সহ মোট ১৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু নিয়ে ফের প্রশ্নের মুখে পড়লো মার্কিন বাহিনী। রয়টার্স।
আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায, তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে যৌথ অভিযানে নেমেছিল আফগান এবং মার্কিন যৌথবাহিনী। দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
সংঘর্ষ চলাকালীন গত শনিবার ভোরে আকাশ পথে হামলা চালায় মার্কিন সেনা। মার্কিন ক্ষেপনাস্ত্রের আঘাতে ১০ শিশু-সহ মোট ১৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। বলা হয়, ২০১৪ সাল থেকে প্ৰতি বছর বিমান হানায় শিশুদের হতাহতের ঘটনা ক্রমশ বাড়ছে বলে বিভিন্ন রিপোর্টে সামনে এসেছে।
এদিকে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানোর কথা স্বীকার করে নেওয়া হলেও এতে সাধারণ মানুষের মৃত্যু সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
ন্যাটোর মুখপাত্র সার্জেন্ট ডেবরা রিচার্ডসন জানিয়েছেন, আফগানিস্তানের মাটিতে সাধারণ মানুষের মৃত্যু রুখতে তৎপর বাহিনী। কিন্তু, সাম্প্রাতিক সময়ে তালেবানরা সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে হামলা চালাচ্ছে।