বাংলাদেশে আসছেন মেসি ও আর্জেন্টিনা দল!
স্পোর্টস ডেস্ক,
লিগ্যাল ভয়েস : বাংলাদেশে আবার আসছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল। জানা যায়, বাংলাদেশ সরকার, জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পা রাখতে পারেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।
বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা যায়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখিয়ে আছেন।
তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা যায়।
এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বিশ্বসেরা মেসি তার দলকে নিয়ে বাংলাদেশে আসেন।