খ্যাতিমান ইয়ন কগনিতোর কৌতুক করতে গিয়ে মঞ্চেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস : লন্ডনের বিস্টার শহরের বারে দর্শকদের হাসাচ্ছিলেন খ্যাতিমান কৌতুক অভিনেতা ইয়ান কগনিতো। অভিনয়ের অংশ হিসেবে বলে ওঠেন, ‘যদি এখন আপনাদের সামনে মরে যাই।’ সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে মঞ্চে বসে পড়লেন। দর্শকরা ভেবেছিলো হয়তো এটিও অভিনয়। থামছিলো না হাসি।

পাঁচ মিনিট পর সবাই বুঝতে পারলেন গোলমাল কিছু একটা হয়েছে। কগনিতো যে আর উঠছেন না। জরুরি সংস্থা সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিসে খবর দেয়ার পর দ্রুত ডাক্তার এলেন। চেক করে বললেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে গেছেন কগনিতো। থেমে গেলো হাসির মেলা।

ঘটনাস্থলে উপস্থিত অ্যান্ড্রু বার্ড বলেন, ‘তিনি আগের মতোই অভিনয় করছিলেন। জোরে জোরে কথা বলছিলেন। আমি ভাবছিলাম তিনি আজ খুব ভালো অভিনয় করছেন।’ বার্ড লন ওলফ কমেডি ক্লাব চালান। তিনি জানান, ৬০ বছর কগনিতো স্টেজে ওঠার আগে অসুস্থ বোধ করছিলেন। তবু তিনি মঞ্চে ওঠার জন্য পিড়াপিড়ি করেন।

সেখানে ছিলেন তার ভক্ত জন অস্টোজ্যাক। তিনি বলেন, ‘মিনিট দশেক আগে স্ট্রোক নিয়ে মজা করছিলেন উনি। বলছিলেন, ‘ভাবুন আমার স্ট্রোক হয়েছে’। বসে বসে সবটা দেখলাম। আর হাসলাম। অথচ তার মৃত্যুই হলো!’

কগনিটোর আসল নাম পল বারবিয়েরি। লন্ডনে জন্ম। আশির দশক থেকে কৌতুকাভিনয় করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *