দুর্বল ফণী আঘাত হানছে বাংলাদেশে : আবহাওয়া অধিদফতর

তারেক মাহমুদ,

লিগ্যাল ভয়েস : প্রবল ঘূর্ণিঝড় ফণী প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সন্ধ্যায় এই দুর্বল ফণী বাংলাদেশে আঘাত হানবে। এর প্রভাবে আজ শুক্রবার ও কাল শনিবার দিনভর বৃষ্টি থাকবে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, উড়িষ্যা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে ছোবল মেরে ফণী পশ্চিবঙ্গের দিকে যাচ্ছে। সেখান থেকে দুর্বল হয়ে সন্ধ্যা নাগাদ বাংলাদেশে প্রবেশ করবে।

তিনি জানান, বাংলাদেশে যখন ফণী ছোবল মারবে, তখন এর গতিবেগ অর্ধেকে নেমে ৮০-১০০ কিলোমিটার হবে। সারারাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে। মোংলা ও পায়রা বন্দরে সাত নম্বর বিপদ সংকেত বহাল থাকছে। আপাতত এর বেশি বাড়ছে না।

এদিকে ফণীর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। সকালে কড়া রোদ থাকলেও হঠাৎ করে সাড়ে ৯টার পর কালো মেঘে আকাশ ঢেকে যায়। এরপরই শুরু হয় বৃষ্টি। তবে এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। দিনভর থেমে থেমে এই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) উৎপল কুমার দাস জানিয়েছেন, ফণী মেকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় ১৯ জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোলরুম)। এ ছাড়া প্রস্তুত রয়েছে ৫৬ হাজার স্বেচ্ছাসেবক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *