পুলিশের ধাওয়ায় দুই বিল্ডিংয়ের ফাঁকে আটক মাদক ব্যবসায়ী
কুমিল্লা প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস : পুলিশের হাত থেকে বাঁচতে লুকাতে গিয়ে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকা পড়েছেন এক মাদক বিক্রেতা। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম খোকন ওরফে সিস্টেম খোকন (৫২)। তিনি পৌর শহরের পূর্ব উপলতা কাজী বাড়িতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে যশোরীর দুই বিল্ডিংয়ের মাঝখানে লুকাতে গিয়ে আটকা পড়ে এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল, অফিসার ইনচার্জ মো. শাহ আলমসহ পুলিশের অন্যান্য অফিসাররা।
খোকনকে উদ্ধারে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধারে নেমে পড়েন কর্মীরা। দেয়ালের একটি অংশ ভেঙে তাকে উদ্ধার করা হয়। প্রায় আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করা হয়। এক পর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকে থাকতে দেখি এবং প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।