১০০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ভূঁইয়া আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েস ডেস্ক : ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়ন ও এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ১শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকায় প্রাপ্ত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন’ এই প্রকল্পে ছোট ছোট শহরের ৬ লাখ মানুষ নিরাপদ পানি পাবে। ৬০টি উপজেলায় বর্তমানে পাইন লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা নেই। এই প্রকল্পে মিটার, বাসা-বাড়িতে সংযোগ, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাইন নেটওয়ার্ক, পানি সংরক্ষণ, পানি শোধনসহ পানি অবকাঠামো গড়ে তোলা হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘বাংলাদেশের দ্রুত নগরায়নের সঙ্গে ছোট ও বড় শহরগুলোতে পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। পানি ও স্যানিটেশন হচ্ছে আধুনিক শহরের অবিচ্ছেদ্য অংশ।’

উল্লেখ্য, বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষের বিভিন্ন ধরনের উন্নত পানির উৎস রয়েছে। কিন্তু মাত্র ১০ শতাংশ মানুষ পাইপ লাইনে পানির সুবিধা পায়।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *