৪৮ বছর পর চালু হচ্ছে ঢাকা-বেনাপোল ট্রেন সার্ভিস
স্টাফ রিপোর্টার,
লিগ্যাল ভয়েস ডেস্ক : রেলপথে যাত্রীসেবা আরো এক ধাপ এগিয়ে নিতে স্বাধীনতার ৪৮ বছর পর এই প্রথম ঢাকা-বেনাপোল রুটে চালু হতে যাচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে রেল সার্ভিস। ১৭ জুলাই বেনাপোল এক্সপ্রেস নামে এই রেল চালু হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এই অঞ্চলের মানুষ অনেক খুশি।
ঢাকার সঙ্গে রেলযোগাযোগে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির কাজে নিয়োজিত ব্যবসায়ীদেরও যাতায়াত সহজতর হবে।
নতুন এই রেলর যাত্রী পাসপোর্ট বহনকারীগন যাতায়াতের ব্যাপক সুবিধাসহ নানা হয়রানি থেকে রেহাই পাবে।