ফিরে দেখা একাত্তর

আনিসুল ইসলাম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী ও ৭১-৭৫ এর যাবতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদতদাতা এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছে ড. কামাল হোসেন। তিনি ৭২ এর সংবিধানের অন্যতম রচয়িতা এবং সেই সংবিধানেই জামায়াত- রাজাকারদের এদেশে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিলো।

তিনি উল্লেখ করেন, একাত্তরের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো, ডা. আলীম চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তারা তার চোখ উপড়ে ফেলেছে, ডা. ফজলে রাব্বি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন তার হৃদপিন্ড উপড়ে ফেলেছে এবং কবি সেলিনা পারভিন কবিতা লিখতেন তার আঙুল কেটে ফেলেছিলো। এই ঘটনার পরেও কি আমরা সেই ঘাতকদের ভুলে যাবো।

শাহরিয়ার কবির জানান, একাত্তরের ১৫ নভেম্বর থেকে পাকবাহিনীরা তালিকা করে আমাদের জাতীয় সবচেয়ে মেধাবীদের ধরে ধরে হত্যা করা হয়। এই বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য আলবদর ঘাতকরা রাওফরমানের সঙ্গে বসে এই তালিকা করা হয়। হাজার হাজার বুদ্ধিজীবীদের লাশ নদীতে ফেলে দিয়েছে অনেকরই লাশ খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *