শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শাহবাগ থানার দুই পুলিশ বরখাস্ত

ঢাবি প্রতিনিধি ,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শাহবাগ থানার দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকায় এক পুলিশ কনস্টেবল ‘বন্দুকের বাট’ দিয়ে তাদের আঘাত করেন এবং অপর একজন সেই ঘটনার ভিডিও করছিলেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় সাইফুল্লাহ ও মামুন নামের ওই দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।
তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তার প্রেক্ষিতে এই দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদস্যের মারধরে আহত শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল রানা, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান ও পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে খাজা ইরফানুল হক। তারা সবাই শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
আহত জুয়েলের গাল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ডান হাতেও প্রচণ্ড ব্যথা তার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *