গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক ,

একাদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক কমিটির সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী  শ,ম রেজাউল করিম এমপি, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, আনোয়ারুল আশরাফ খান এমপি এবং  বেগম ফরিদা খানম এমপি  অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে মুক্তিসংগ্রামে ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধা ও ১৯৭৫ এর ১৫ আগষ্টে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অনন্য সদস্য এবং জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়।এছাড়া সিংগাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য দোয়া করা হয়।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও এইচবিআরআইসমূহের  চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা  নিয়ে  বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় সেজন্য প্রকল্প পরিচালকগণকে যথাযথভাবে দায়িত্ব  পালনের সুপারিশ করা হয়। এছাড়া গতানুগতিক ধারায় প্রকল্পসমূহ গ্রহণ না করে যাতে কম ব্যয়ে বেশী জনগণ উপকৃত হয় এধরনের উদ্ভাবনী (ইনোভেটিভ) প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়।

বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজের অগগ্রতি নিয়ে আলোচনা করা  হয় এবং কক্সবাজারের উন্নয়নে মাষ্টার প্লান বাস্তবায়নের ক্ষেত্রে অন্য কোন আইনের দ্বারা যাতে এ কাজ বাধাগ্রস্থ না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, মন্ত্রণালয়  এবং  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের  সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *