গ্যাসের মুল্য বৃদ্ধি জনগণ মেনে নেবে না : মুফতী ফয়জুল করীম
আবুবকর সিদ্দিক,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী ফয়জুল করীম বলেছেন, গ্যাসের দাম বাড়ালে
জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
বার বার গ্যাসের মুল্য বৃদ্ধি দেশের জনগণ মেনে নেবে না, আমরা গ্যাসের মূল্যবৃদ্ধি কখনো মেনে নেব না।
রবিবার রাজধানীর পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় দলের সিনিয়র নায়েবে আমীর এ সব কথা বলেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নিয়ে আলোচেনা করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ আলোচেনা করেন,
সভায় শায়খে চরমোনাই বলেন, ‘স্বাধীনতার আগে-পরে অনেকে দেশ শাসন করলেও কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা বহু দলের পরিবর্তন দেখেছি। আমরা দেখেছি আওয়ামী শাসন, বিএনপি শাসন, জাতীয় পার্টির শাসন- বহু দলের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি , আমরা আইয়ুব থেকে এরশাদ পর্যন্ত অনেক নেতা দেখেছি।’
এখন ২৫ বছর ধরে দেখছি মহিলা নেত্রীদের গজব, দেশের মানুষ আজ নিষ্পেষিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে ইসলামি শাসন দেখতে চাই।’
ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।