সু-প্রভাত পরিবহনের চালক ৭ দিনের রিমান্ডে
সাইয়্যদ মো: রবিন,
ঢাকা, লিগ্যাল ডেস্ক : সু-প্রভাত পরিবহনের চালক সিরাজুল ইসলামকে ৭দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, চালক সিরাজুল ইসলামের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। হালকা যান চালানোর লাইসেন্স নিয়ে তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। ওই দিন রাতে এ ব্যপারে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহম্মেদ চৌধুরী বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন। সুপ্রভাত পরিবহনের গাড়ি চালক, হেলপার ও মালিককে এ মামলায় আসামি করা হয়।
p
দুর্ঘটনার পর গুলশান থানা পুলিশ বাসের চালক সিরাজুল ইসলাম (৪৫) কে আটক করে। এছাড়া পুলিশ সু-প্রভাতপরিবহনের বাসটি আটক করে।