আইসিটি খাতে বাংলাদেশ অনেক দুর এগিয়ে গেছে : হ্যারি ভেরউয়েজ।

আসাদুজ্জামান,

খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আইসিটি খাত অনেক দূর এগিয়ে গেছে’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ। মঙ্গলবার (২ এপ্রিল) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার অফিসে দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন হ্যারি ভেরউয়েজ।

তথ্যপ্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ তৈরির সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা প্রদানের বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। এছাড়াও বাংলাদেশ-নেদারল্যান্ডস্ ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আইসিটি খাত অনেক দূর এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে’। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় রাষ্ট্রদূতকে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিভিন্ন কর্মসূচি, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক, ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প,ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ আইসিটি সেক্টরে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে’। এ সময় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার কামনা করেন প্রতিমন্ত্রী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *