প্রাক-বাজেট আলোচনা : বন্ড সুবিধার অপব্যবহার বন্ধের দাবি

ভূঁইয়া আসাদুজ্জামান,

ঢাকা, লিগ্যাল ভয়েস : আগামী অর্থবছরের বাজেটে বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। একই সঙ্গে করমুক্ত আয়সীমা বাড়ানো, করপোরেট করহার কমানো, নারী উদ্যোক্তাদের রাজস্ব বাজেটে বিশেষ ছাড়, দ্বৈত কর পরিহার, সিগারেটের মূল্য বাড়ানোসহ একগুচ্ছ প্রস্তাব করেছে বেশ কয়েকটি ব্যবসায়ী ও মাদকবিরোধী সংগঠন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আয়োজিত প্রাক-বাজেট আলোচনাকালে সংগঠনের পক্ষে এসব প্রস্তাব করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনায় ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই), উইমেন অন্ট্রাপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) বাজেট প্রস্তাবনায় বলা হয়, বর্তমানে রাজস্বনীতিতে তামাকপণ্যের কর কাঠামো অত্যন্ত কঠিন। এ নীতিতে তামাকের মূল্যবৃদ্ধির পরিবর্তে অন্যান্য পণ্যের তুলনায় সহনীয় থাকছে।

আগামী বাজেটের জন্য সিগারেটের মূল্যস্তর চারটি থেকে দুটিতে, বিড়ির ফিল্টার ও নন-ফিল্টারে মূল্য বিভাজন তুলে দেয়া, ধোঁয়াবিহীন তামাকপণ্যের ট্যারিফ ভ্যালু বিলুপ্তকরণ, সব তামাকপণ্যের খুচরা পণ্যের ভিত্তিতে করারোপ করা, সব তামাকপণ্যের একটি নির্দিষ্ট পরিমাণ সম্পূরক শুল্কারোপ করা, সব ধোঁয়াহীন তামাকপণ্য উৎপাদনকারীকে করজালের আওতায় আনা, স্বাস্থ্য উন্নয়ন চার্জ বৃদ্ধি করে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *