ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন নির্বাচন ২৯ এপ্রিল
ঢাবি প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস : ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনুষদ গুলোর ডিন নির্বাচন আগামী ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগি অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খ-) ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
অধ্যাদেশের ৩ নং ধারা অনুযায়ী একজন অধ্যাপক বা সহযোগি অধ্যাপকের নাম উক্ত নির্বাচনে প্রার্থীরূপে প্রস্তাব করতে হবে এবং পদবীসহ তার নাম নির্দিষ্ট মনোনয়নপত্রে যথাযথ সমর্থন ও প্রার্থীর সম্মতিসহ আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে।
আগামী ২১ এপ্রিল রোববার বেলা ১টার মধ্যে যে কোন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় ।
উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এই নির্বাচন পরিচালনা করবেন।