ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সরে যাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে দেশের রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিল পাস করেছে দেশটি। ইন্দোনেশিয়ার পরিকল্পনা মন্ত্রী প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, জনবহুল জাকার্তা নগরীর নানা সমস্যার কথা বিবেচনা করেই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্দোনেশিয়ার আগেও বেশ কয়েকটি দেশে তাদের রাজধানী শহর সরিয়ে নেয় পরিকল্পিতভাবে গড়ে তোলা নতুন কোনও শহরে। এর মধ্যে ব্রাজিল, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান, মিয়ানমার বা নাইজেরিয়ার মতো দেশ রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়ার নাম।
নতুন শহরে রাজধানী সরিয়ে নেওয়া কয়েকটি দেশ
ব্রাজিল
রিও ডি জেনেরিও এত বেশি জনবহুল হয়ে পড়েছিল যে, ব্রাজিল ১৯৬১ সালে তাদের রাজধানী শহর সরিয়ে নেয় ব্রাসিলিয়ায়। এটি একটি পরিকল্পিত নগরী। রাজধানী হওয়ার পর এই নগরী দ্রুত বাড়তে থাকে। ব্রাজিলের রাজধানী পরিবর্তনের পরিকল্পনাটি সফল হয়েছে বলেই ধরা হয়।
নাইজেরিয়া
১৯৯১ সালে নাইজেরিয়া তাদের রাজধানী লাগোস থেকে সরিয়ে নেয় আবুজায়। দেশটিতে অনেক ধরণের জাতিগত বিভেদ রয়েছে। তবে আবুজা নগরীকে এই বিভিন্ন জাতি-গোত্রের বিচারে একটি নিরপেক্ষ অঞ্চলে অবস্থিত বলে মনে করা হয়।
কাজাখাস্তান
১৯৯৭ সালে কাজাখাস্তান তাদের রাজধানী আলমাটি থেকে সরিয়ে নেয় নুতন নগরী আস্তানায়। আলমাটিকে আর সম্প্রসারণের কোনও সুযোগ ছিল না বলেই রাজধানী সরায় দেশটি।