দুয়ারে বিশ্বকাপ অংশগ্রহণকারী ১০টি দল

আহমেদ শেহজাদ,

লিগ্যাল ভয়েস : দুয়ারে বিশ্বকাপ অংশগ্রহণকারী ১০টি দল এরই মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। সবার দলেই কম-বেশি চমক আছে। চলছে জোর প্রস্তুতি। তবে, এখনো চাইলে দলগুলোতে পরিবর্তন আনা যাবে। অবশ্য সেটা করতে হবে আগামী ২৩ মে’র মধ্যে। দলগুলো চাইলে এই সময়ের মধ্যে দলে পরিবর্তন আনতে পারবে, সেটাও আইসিসির টেকনিক্যাল কমিটির কোনো অনুমতি ছাড়াই।

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ৪৬ দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১৪ জুলাই। ম্যাচগুলো হবে ইংল্যান্ড ও ওয়েলসের ১১টি ভেন্যুতে। এই ১১টি ভেন্যুর মধ্যে লর্ডস ছাড়াও আছে এজবাস্টন, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, ট্রেন্ট ব্রিজ, সাউদাম্পটন, কার্ডিফ, চেস্টার লি স্ট্রিট, টওন্টন ও ব্রিস্টল।

বাংলাদেশ – মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি।

অস্ট্রেলিয়া – অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়িনিস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, ন্যাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান লিঁও।

ভারত – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, ভূবনেশ্বর কুমার, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক (উইকেটরক্ষক)।

পাকিস্তান – সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

ওয়েস্ট ইন্ডিজ – জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশানে থমাস।

শ্রীলঙ্কা – দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্দানা, আভিশকা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গ লাকমল।

আফগানিস্তান – গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলী জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব উর রহমান।

ইংল্যান্ড – ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুর্যান, জো ডেনলি, জেমস ভিন্স (সম্ভাব্য), লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজিল্যান্ড – কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা – ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অ্যাডান মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন, অ্যান্ডাইল ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাবরিজ শামসি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *