জরুরি তথ্য প্রদানে কন্ট্রোল রুম খুলেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়
হাবিবুর রহমান,
লিগ্যাল ভয়েস : ঘুর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানে কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধিনস্থ অফিস।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘ফণি’র বিষয়টি সর্বোচ্চ গুরুত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এতে বলা হয়, সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম নম্বর হলো ৮০১/ক এবং এর টেলিফোন নম্বর ০২-৯৫৪৬০৭২।
এছাড়া মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ’র কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-৯৫১৩১৭০,বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি’র কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-৯৬৭৩৭৭৯, চট্টগ্রাম সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০৩১-৭২৬৯১৬, ০৩১-২৫১০৮৬৬, ০৩১-২৫১৭৭১১, ০৩১-২৫১০৮৬৯, মোংলা সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০৪৬৬২-৭৫৩৬৭, মোবাইল ফোন নম্বর ০১৮৭৮-০৯৯৪৯৮,০১৭১৪-০৭৪২৯৩, ০১৭১১-১৫১৬৫১ এবং পায়রা সমুদ্র বন্দরের কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর ০১৭১১-০১০৩৬৬, ০১৯১১-৮৮২৬৮৫।