৪৬ লাখ জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ। গতকাল শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জীবন ওরফে সবুজ, জামাল উদ্দিন ও বাবুল ওরফে বাবু। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে ডিবির সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা প্রথমে জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সাত লাখ জাল টাকার নোট উদ্ধার করা হয়।

ডিবির ওই সূত্রটি জানায় গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদির সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় লেনদেন করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *