যেখানেই সেখানেই দুর্নীতি প্রতিহত করতে সক্রিয় দুদক কমিশন
জিল্লুর রহমান,
লিগ্যাল ভয়েস : দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘যেখানেই দুর্নীতি সেখানেই তা প্রতিহত করতে সক্রিয় থাকবে কমিশন। অবৈধভাবে ঋণ গ্রহীতাদের ব্যাংকের নিয়ম মেনে পরিশোধ করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবে কমিশন।’
আজ সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। এ সময় চার সদস্যের প্রতিনিধিদলের সদস্য দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারের দখল করা সম্পত্তি ফিরিয়ে দিতে হবে।’
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, যে বা যারা সরকারি সম্পত্তি যেমন রেলের জায়গা, সড়ক বিভাগের জায়গা, গণপূর্ত কিংবা খাস জমি, বন বিভাগের জমি, চান্দিনা ভিটা, ইত্যাদি জমি/সম্পদ অবৈধভাবে দখল করে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছন কিংবা অন্য কোনোভাবে দখল করে রেখেছেন তাদেরকে কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানাই এসব সম্পত্তি সরকারের সংশ্লিষ্ট সংস্থায় ফিরিয়ে দিন, জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতেই হবে, নইলে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।