২০২০ সালের মধ্যে রংপুরবাসী গ্যাস সুবিধা পাচ্ছে : টিপু মুনশি

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ডেস্ক : আগামী বছরের (২০২০ সালের) মধ্যে রংপুরবাসী গ্যাস সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (২৮ মে) রংপুর পুলিশ হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে অনেক বেশি আন্তরিক। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে। রংপুরবাসীর এ দাবির প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী সেই রংপুরে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করছি, আগামী বছরে (২০২০ সালের) মধ্যে রংপুরের মানুষ গ্যাস সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরকে নিয়ে বর্তমান সরকারের অনেক পরিকল্পনা আছে। রংপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে রংপুরবাসী সবই পাবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর-২ আসনের সংসদ সদস্য (বদরগঞ্জ-তারাগঞ্জ) আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি সহ আরও অনেকে।

অনুষ্ঠানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে আরও অংশ নেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *