বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গণমাধ্যম বিষয়ক উপ-কমিটি সভা
গোলাম রব্বানী,
লিগ্যাল ভয়েস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনন্সিটিউটে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্ম শতবার্ষিকী উদযাপনে এই সভার আয়োজন করে।
কমিটি দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব, জীবন সংগ্রাম, ঐতিহাসিক ভাষন প্রচারের ওপর গুরুত্বারোপ করে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, জন্ম বার্ষিকী উদযাপনের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, গণমাধ্যম, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির সাধারণ সম্পাদক ও তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।