বিএসএমএমইউ’তে বোমা সদৃশ বস্তু উদ্ধার
লিগ্যাল ভয়েস ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ওই ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল ভরা একটি বোতল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
তবে সেটি পেট্রোল বোমা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পাওয়া যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা সদৃশ ওই বোতলটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
এর দুইদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুন ধরানো হয়েছিল বলেও জানা যায়। এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মহসীন জানান, ‘উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তুটি নিয়ে তদন্ত এখনো চলছে। সেটি বোমা কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায় নি।
তবে সেটি কিভাবে এলো এবং এর উদ্দেশ্য জানতেও তদন্ত চালাচ্ছে পুলিশ। ১ এপ্রিল (সোমবার) থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।