পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার বদলি
সিনিয়র রিপোর্টার,
লিগ্যাল ভয়েস ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলির আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলমকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্ম পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আব্দুর রাজ্জাককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।