মোর নাম খ্যাত হোক আমি তোমাদের লোক- মুখ্যমন্ত্রী কুমারস্বামী
আর্ন্তজাতিক ডেস্ক :
লিগ্যাল ভয়েস : ভারতের কর্ণাটকের এইচডি মুখ্যমন্ত্রী কুমারস্বামী সংবাদ মাধ্যমের সৌজন্যে জানতে পেরেছিলেন চন্দ্রাকি গ্রামে উন্নয়ন ঠিকমত হয়নি, তারপরে নিজে খোঁজ নিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেই নিজে ওই গ্রামে থাকার পরিকল্পনা করেছেন। যদিও আগে রাজ্য প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন। খুব সাধারণ মানূষের মতোই ওই গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
চন্দ্রাকি গ্রামে পৌঁছেই যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে কেন্দ্রের ক্ষমতানসীন দল বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে লোক দেখানো বলে ব্যাঙ্গ করা হয়েছে।
ওই রাজ্যের ইয়াদ্গিরি জেলার চন্দ্রাকি গ্রামের একটি সরকারি স্কুলে রাত্রিযাপন করলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ভিলেজ স্টে প্রগ্রাম’। এই গ্রামে থাকা কর্মসূচীর প্রধান উদ্দেশ্যই হচ্ছে গ্রামের সধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করা।