আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সংসদ প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস ডেস্ক : একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি আবদুল মতিন খসরু-এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদের ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জনাব আনিসুল হক, বেগম সাহারা খাতুন, মোঃ শামসুল হক টুকু, মোঃ আব্দুল মজিদ খান, শেখ ফজলে নুর তাপস, গ্লোরিয়া ঝর্ণা সরকার, আবদুস সাত্তার ভূঞা এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে আলোচনা হয়। বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে এ সংক্রান্ত আইনের যুগোপযোগী সংশোধন এর মাধ্যমে ল্যান্ড সার্ভে বিষয়ক মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশন এবং ডিজিটাল ল্যান্ড সার্ভের বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।