এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সুপ্রিমকোর্ট প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক। বুধবার (১০ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়।
এর আগে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন বিএনপির সাবেক মন্ত্রী ও আইনজীবী এবং নাজমুল হুদা। মামলার এজাহারে এস কে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করা হয়।
পরবর্তীতে একই বছরের ৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছে। সে সময় এই মামলার তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছিলেন, ‘এটি দুদক আইনে পড়বে কিনা, তা বিচার–বিশ্লেষণ করে দেখা হবে। এ নিয়ে তদন্ত করা হবে। এজন্য একজন তদন্তকারী নিয়োগ দেওয়া হবে।’