ড্রোন ধ্বংসের মার্কিন দাবি মিথ্যা প্রমাণে ফুটেজ প্রকাশ করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : ইরানের ড্রোন ধ্বংসের মার্কিন দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন তা প্রমাণে খুব শিগগিরই ফুটেজ প্রকাশ করবে আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র জনসংযোগ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন ধ্বংসের যে দাবি করেছেন তা ডাহা মিথ্যাচার। ট্রাম্প যে ড্রোনটি ধ্বংসের দাবি করেছেন সেটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ছবি তোলার পর নিরাপদে ফিরে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা খুব শিগগিরই যে ফুটেজ প্রকাশ করব তাতে দেখা যাবে ইরানি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের হরমুজ প্রণালীতে প্রবেশ এবং এর আগে ও পরের দৃশ্য। ড্রোনের তোলা ফুটেজে এটা স্পষ্ট হবে যে, ট্রাম্প ড্রোনটি ধ্বংসের দাবি করার পরও সেটি মার্কিন যুদ্ধজাহাজের ছবি তুলে তা কেন্দ্রে প্রেরণ করেছে এবং মিশন শেষ করে ড্রোনটি ঘাঁটিতে ফিরেছে।
ট্রাম্প হরমুজ প্রণালীতে একটি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করলেও ইরান বলেছে, তাদের কোনো ড্রোন ধ্বংস হয় নি।
মার্কিন বাহিনী নিজেদেরই কোনো ড্রোন ধ্বংস করে থাকতে পারে বলে ইরান আশঙ্কা প্রকাশ করেছে।