আগামী সোমবার থেকে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

সাইয়্যেদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

শুক্রবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, ডিএনসিসির আওতায় ৫২ স্বাস্থ্য কমেপ্লেক্সে সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

মেয়র জানান, পাঁচটি মাতৃসদনসহ ৫২ স্বাস্থ্য কমেপ্লক্সে রোববার ডেঙ্গু পরীক্ষার যন্ত্র সরবরাহ করা হবে। নাগরিকরা সোমবার থেকে বিনামূল্যে এ সেবা নিতে পারবেন।

শুক্রবার মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।

এ সময় এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রী কার্যালয়ের সমন্বয়ক আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম সোহরাব হোসেন, সচিব আকরাম হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *