মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
এবার পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ তথ্য জানান। খবর বিবিসির।

ট্রাম্প তার টুইট বার্তায় জানান, আগস্ট মাসের মাঝামাঝিতে পদত্যাগ করবেন ড্যান কোটস। সেইসঙ্গে তিনি জানান, ড্যান কোটসের স্থলে টেক্সাসের কংগ্রেস সদস্য জন রেটক্লিফকে মনোনয়ন দিতে পারেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে ড্যান কোটস বলেন, ‘আমেরিকার গোয়েন্দা সংস্থা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে। আমি বিশ্বাস করি যে, আমার এখন জীবনের পরবর্তী অধ্যায়ে পদার্পন করা উচিত।’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে ড্যান কোটসের ওপর সিআইএ এবং এনএসএ-সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *