ফেনীর সকল ডেঙ্গু রোগীর চিকিৎসাভার বহন করবেন নিজাম উদ্দিন হাজারী
স্টাফ রিপোর্টার,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : ফেনীতে দিন দিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে অন্তত ২৩ জন। এ ছাড়া বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার বিকেলে ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে ডেঙ্গু রোগের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এ সময় সংসদ সদস্য বলেন, ফেনীর সকল ডেঙ্গু রোগীর চিকিৎসাভার বহন করবেন তিনি। এ ছাড়া ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য ২০০টি মশারী দেবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করে ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করার কথাও জানান তিনি।
জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী সংখ্যা ৩৬ জন। এর মধ্যে নতুন ১৭ জন। ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন পাঁচজনসহ মোট ছয়জন, ফেনী আলকেমী হাসপাতালে নতুন একজন মোট দুজন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গু রোগে ফেনীতে ভর্তির হওয়া রোগীর বেশির ভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে ফেনীতেই আক্রান্ত হয়েছে চারজন। তারা হলো, ফেনী সরকারি কলেজের ছাত্র হাসান, ফুলগাজীর ১১ মাস বয়সী শিশু মো. হোসেন, ফুলগাজীর কিসমত বাসুড়া গ্রামের অরুপ দেবনাথ, দাগনভূঞা ২৩ মাস বয়সী শিশু জান্নাতুল মাওয়া।
ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনালেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০৫ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আটজনকে।