জিপিএস ডিভাইসের আওতায় কাজ শুরু করবে ডিএসসিসি: মেয়র আতিক

রাকিবুল ইসলাম,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশক নিধন কর্মীদের সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস যুক্ত করবে ডিএনসিসি।

তিনি বলেন,আগামী সোমবার থেকে ডিএনসিসি’র বেশিরভাগ কর্মী জিপিএস ডিভাইসের আওতায় কাজ শুরু করবে।
আতিকুল ইসলাম আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় আজমপুর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল ও মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ডেঙ্গু দূর করা সম্ভব এ কথা উল্লেখ করে মেয়র বলেন,আগামী সোমবার থেকে বেশিরভাগ মশক নিধন কর্মীদের সঙ্গে জিপিএস ট্র্যাকার থাকবে। তাই মশক নিধন কর্মীদের কাজ নিয়ে আর সন্দেহের অবকাশ থাকবে না।

আতিকুল ইসলাম বলেন,তৃণমূল থেকে কাজের জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে স্ক্যানিং করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *