রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী
সাইদুর রনি,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রোহিঙ্গা সঙ্কটের সবশেষ পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, গত ২২ আগস্ট দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় রোহিঙ্গা সঙ্কটের সবশেষ পরিস্থিতি তুলে ধরে তাদের কাছে সহায়তা চাওয়া হবে।
রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।