চট্টগ্রাম মহানগরজামাতের আমির সহ ১২ আটক
গোঁফরান চৌধুরী,
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টায় নগরীর গোলপাহাড় এলাকার সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসা থেকে শাহজাহানসহ জামায়াতের ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পুলিশের অভিযোগ, ঐ বাসায় বসে তারা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহানের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে। এর আগে গত বছরের আগস্ট মাসে এবং এ বছর মে মাসে দুই দফা তাকে গ্রেফতার করা হয়েছিল।