রংপুর-৩ আসন উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীগন আবেদনপত্র জমা দিয়েছেন

সাইয়্যেদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৬ জন আবেদন পত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন।

আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় উক্ত আসনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
গত ২ সেপ্টেম্বর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আবেদন পত্র বিক্রি শুরু হয়ে শেষ হয় ৪ সেপ্টেম্বর।

আজ বৃহস্পতিবার আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ।

আবেদন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন পরপর চারবার দলীয় মনোনয়ন প্রাপ্ত বৃৃৃহত্তর রংপুরের বর্ষীয়াণ রাজনীতিবিদ ও সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব চৌধুরী খালেকুজ্জামান।

আরো যারা মনোনয়ন পত্র নিয়ে জমা দিয়েছেন তারা হলেন-  রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এটিএম তোহিদুর রহমান টুটুল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ ইসলাম এবং হাবিবুল হক সরকার।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

এরপর ১ সেপ্টেম্বর রংপুর-৩  আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, যাচাই বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর ভোট গ্রহণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *