ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রলীগের ১০ কর্মসূচি

ঢাবি প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। এদিন বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতার জন্য ১০টি কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাবি শাখা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচির কথা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

গৃহীত কর্মসূচিগুলো হলো- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে থাকার সুব্যবস্থা করবে। সুপেয় খাবার পানির ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের পরিবহনের জন্য জয় বাংলা বাইক সার্ভিস চলমান থাকবে।

পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য দিক নির্দেশক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে। বিভিন্ন পয়েন্টে স্থায়ী তথ্য কেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ার, হাতপাখা ও খাবার পানির ব্যবস্থা করা হবে। হটলাইনের মাধ্যমে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধের জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এবার যদি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতি হয় তাহলে ছাত্রলীগ এর দাঁতভাঙ্গা জবাব দেবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরণের অসদুপায় অবলম্বন না করে সেজন্য গণমাধ্যমকর্মী, পরীক্ষার্থী, অভিভাবক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সংবাদ সম্মেলনে আহ্বান জানান সনজিত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *