উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি স্পীকারের আহবান

সংসদ প্রতিবেদক/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে সহজেই জনগণের নিকট তথ্য পৌঁছে যাচ্ছে। এ সময় তিনি উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এ সময় স্পীকার কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

স্পীকার বলেন, মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালও বাংলাদেশের উন্নয়নের সঠিক তথ্য জনগণের নিকট পৌঁছে দিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারছে। জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থায় নিজেকে তথ্যে সমৃদ্ধ রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

“নিউজ টু নারায়ণগঞ্জ ডট কম” অনলাইন পোর্টালের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোরের প্রকাশক জিল্লুর রহমান এবং টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বক্তব্য রাখেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *