দূতাবাসগুলোতে মেডিকেল সেন্টার স্থাপন করা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আজ রাজধানীতে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অভ্ বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। সুস্থ জাতি গড়ার লক্ষ্যে রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
ফাউন্ডেশন এর সভাপতি ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্দন জুং রানা।