সরকার মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে : তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শহর ও গ্রামের প্রতিটি মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।
এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে যা যা করা দরকার, তাই করা হচ্ছে।
মো. তাজুল ইসলাম আজ রাজধানীর একটি হোটেলে নারায়ণগঞ্জ শহরে ঢাকা ওয়াসার কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।