জনগণের অধিকার ও বিচার সুনিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ — স্পীকার

রংপুর, ০২ডিসেম্বর , ২০১৯

রংপুর ব্যুরো অফিস / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আইনজীবীরা হচ্ছেন সোশ্যাল আর্কিটেক্ট। জনগণের অধিকার ও বিচার সুনিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি ন্যায়-বিচার প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীগণকে কাজ করতে আহবান জানান।

তিনি রবিবার রাতে রংপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে “রংপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও বিজ্ঞ আইনজীবীগণের কৃতি সন্তানদের বৃত্তি প্রদান ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসকল কথা বলেন।

স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালি জাতি পেয়েছে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সংবিধান। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে। এ সময় তিনি সংবিধানকে সমুন্নত রাখতে সকল আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান।

পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বিজ্ঞ আইনজীবীগণের কৃতি সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন।

রংপুর জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান, রংপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলী, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুুলিশ সুপার বিপ্লব কুমার সরকার এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল হক প্রামাণিক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রংপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ, রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *