কাতারে ২৮ জানুয়ারি থেকে বাংলাদেশি পণ্য প্রদর্শনী শুরু
ভূইয়া আসাদুজ্জামান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
কাতারের “দোহা এক্জিবিশন এন্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি)” ২৮ জানুয়ারি থেকে তিন-দিন ব্যাপি বাংলাদেশি পণ্য প্রদর্শনী শুরু হবে।
বাংলাদেশ ফোরাম কাতার (বিএফকিউ) ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
এ উপলক্ষে কাতারের দোহারে ওরিক্স রোটানা হোটেলে আগামীকাল এক অনুষ্ঠানে বাংলাদেশি পণ্য প্রদর্শনীর আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিএফকিউ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আহমেদ বলেন, এই প্রদর্শনীতে বাংলাদেশি কোম্পানিগুলো তাদের পণ্য ও পরিসেবাসমূহ প্রদর্শন করতে পারবে।