চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ১৭
আন্তর্জাতিক ডেস্ক/ লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম ইভনিং স্ট্যান্ডার্ড।
মৃতের সংখ্যা নিশ্চিত করেছে হুবেই প্রদেশের সরকার। এছাড়া ৪৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রদেশটির রাজধানী উহানে প্রথম এই ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।
চীনের সীমান্ত পেরিয়ে জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশেও ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে যুক্তরাজ্যে এখন এতে আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি।
বিশ্বস্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিষয়ে একটি আন্তর্জাতিক গণস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে থাকায় চীনা কর্তৃপক্ষ স্বীকার করেছে, দেশটি এখন প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে’ আছে।
এর আগে মঙ্গলবার দেশটি জানায়, এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। তবে এখনও এই ভাইরাসের উৎস শনাক্ত করা যায়নি।